ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরিশালে আরেক ডেঙ্গু রোগীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৫, ৬ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল (শেবাচিম) কলেজ হাসপাতালে মনিজা (৪৫) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই হাসপাতালে এ বছর মোট ১৪ জন ডেঙ্গু রোগী মারা গেল। 

মঙ্গলবার সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। গত শনিবার দুপুর ২টা ৫৫ মিনিটে বরিশাল মেডিকেলে ভর্তি করা হয় ওই রোগীকে।

মারা যাওয়া মনিজার স্বামীর নাম মো. কামাল। তার বাড়ি পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার রাজবাড়ী গ্রামে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শেবাচিমে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা পূর্বের তুলনায় কমে গেছে। গত ২৪ ঘণ্টায় মাত্র ৪ জন ভর্তি হয়েছে। এসময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭ জন। আর বর্তমানে চিকিৎসাধীন আছে ১৪ জন। শেবাচিমে গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত মোট ভর্তি হয়েছে ২ হাজার ৯২১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২ হাজার ৯০৭ জন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি