ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মৌলভীবাজারে লোকালয়ে ধরা পড়লো মেছো বাঘ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৩, ৬ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের গজিমারা গ্রামে ধরা পড়লো ৩ ফুট লম্বা একটি মেছো বাঘ। এলাকাবাসী বাঘটি আটক করে খাঁচায় ভরে বনবিভাগের কাছে হস্তান্তর করেছে। 

এলাকাবাসী জানিয়েছেন, গত এক মাস যাবত গজিমারা গ্রামে হানা দিচ্ছে এই মেছো বাঘ। এলাকার বিভিন্ন বাড়ির হাঁস, মোরগ, ছাগলসহ গবাদি পশু খেয়ে ফেলছে এই বাঘটি। মঙ্গলবার এলাকার ইয়াকুব মিয়া ও ফুলর মিয়া হাঁস ও মুরগী ছেড়ে দিয়ে ফাঁদ পাতে। গভীর রাতে বাঘটি হাঁস ও মোরগ খেতে এসে ফাঁদে আটকা পড়ে। তখন এলাকাবাসী বাঘটি আটক করে লোহার পিঞ্জিরাতে বন্দি করে রাখে। বুধবার সকালে আশেপাশে গ্রামের লোকজন বাঘটি দেখতে ইয়াকুব মিয়ার বাড়িতে ভিড় করে। 

খবর পেয়ে বর্ষিজুরা ফরেস্ট বিটের (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) বিট কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে বাঘটি উদ্ধার করে নিয়ে আসেন। তিনি জানান, বাঘটি ৩ ফুট লম্বা ও প্রস্থে দেড় ফুট। সম্ভবত খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে ধরা পড়েছে। তাঁর মুখ ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তাই প্রথমে বাঘটিকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হবে। এরপর সংরক্ষিত বনাঞ্চলে বাঘটি ছেড়ে দেওয়া হবে। 

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি