সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবিতে কবিতা সন্ধ্যা
প্রকাশিত : ০০:০৭, ৭ নভেম্বর ২০১৯
সন্দ্বীপের ৬০ মৌজা সীমানা নির্ধারণের দাবিতে ও ন্যায়ামস্তিকে (ভাসানচর) নোয়াখালীর থানা ঘোষণার প্রতিবাদে চলমান আন্দোলনের অংশ হিসাবে আজ ৬ নভেম্বর বুধবার সন্দ্বীপ এনাম নাহার মোড়ে প্রতিবাদী কবিতা সন্ধ্যা, মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হাসানুজ্জামান সন্দ্বীপির শুভেচ্ছা বক্তব্যের পর আন্দোলনের অগ্রগতি ও পরবর্তী কর্মসুচীতে সর্বস্তরের জনতার অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, সন্দ্বীপ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বাদল রায় স্বাধীন। এরপর মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে আস্তে আস্তে আন্দোলনের তীব্রতা বাড়ানোর লক্ষে সন্দ্বীপবাসীর গর্জে উঠার প্রতিকী উপস্থাপন শেষে আন্দোলনের সাথে একমত পোষণ করেন।
সন্দ্বীপবাসীর ন্যায় সঙ্গত দাবি নিয়ে বক্তব্য রাখেন, সন্দ্বীপ প্রেসক্লাবের সহ-সভাপতি সুফিয়ান মানিক, কবি মোস্তফা হায়দার, সাবেক ছাত্রনেতা তসলিম উদ্দিন, ইউপি মেম্বার আব্দুল আলীম, ক্যবসায়ী মন্জুর আলম প্রমুখ।
আলোচনা পরবর্তী মুল অনুষ্ঠানে প্রতিবাদী কবিতা পাঠ করেন কবি মোস্তফা হায়দার, কবি বাদল রায়, সুফিয়ান মানিক ও হাসানুজ্জামান সন্দ্বীপি। আবৃত্তি শেষে আগামী ১১ তারিখ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। এবং সেদিন পরবর্তী কর্মসুচী ঘোষণার মধ্য দিয়ে আরো কঠিন আন্দোলনের ডাক দেয়া হবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।
কেআই/এসি
আরও পড়ুন