ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূ হত্যার বিচার চেয়ে শিক্ষার্থীদের মানববন্ধন
প্রকাশিত : ২০:১৬, ৭ নভেম্বর ২০১৯
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মাষ্টার্সের ছাত্রী গৃহবধূ দীপান্বিতা দেবনাথ (২৬) হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সরকারি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় দীপান্বিতার স্বামী ও শ্বশুড় বাড়ির লোকজনের বিচার চেয়ে বক্তব্য রাখেন, শিক্ষার্থী খাদিজা আক্তার বাবলী, অরপিতা দেবনাথ, মো: জুবায়েদ, ইশরাত জাহান বিথী, জান্নাত রায়হানা, মো. মনির প্রমূখ।
বক্তরা, মেধাবী শিক্ষার্থী দীপান্বিতা হত্যার প্রতিবাদ জানিয়ে ঘাতক স্বামী ও শ্বশুড় বাড়ির লোকজনের দৃষ্টান্তমুলক বিচারের দাবি করেন।
উল্লেখ্য, গতকাল বুধবার দীপান্বিতাকে তার স্বামী অপূর্ব রায় মৃত অবস্থায় জেলা সদর হাসপাতালে ফেলে পালিয়ে যায়। বর্তমানে শ্বশুড় বাড়ির লোকজন পলাতক রয়েছে।
কেআই/আরকে
আরও পড়ুন