ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বরগুনায় প্রথম শ্রেণির স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৫৪, ৭ নভেম্বর ২০১৯

বরগুনার বেতাগীতে পরিত্যক্ত পুকুর থেকে তামিমা আক্তার (৭) নামে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে বেতাগী থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। ধারনা করা হচ্ছে, ধর্ষণের পরে হত্যা করে তার মরদেহ পুকুরে ফেলে রাখা হয়েছে।

বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের ছোট মোকামিয়া গ্রামের শহিদুল ইসলাম হাওলাদারের মেয়ে তামিমা আক্তার মাছুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। সকালে স্কুলে গিয়ে বিকাল নাগাদ বাড়ি ফিরে না যাওয়ায় আত্মীয়-স্বজন তাকে খুঁজতে থাকে। সন্ধ্যার দিকে স্থানীয় বাসিন্ধারা হাজী ওসমান গনির পরিত্যক্ত পুকুরে তামিমার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। 
বেতাগী থানা পুলিশ রাত সাতটার দিকে তার মরদেহ উদ্ধার করেছে। তামিমার স্কুল ব্যাগ, মাথার স্কার্ফ, জুতা, সেলোয়ার, কাগজে মোড়ানো আচার ভিন্ন ভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছে।

মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম সুজন জানিয়েছেন, আলামত দেখে মনে হচ্ছে শিশুটিকে ধর্ষণ করে পরিকল্পিতভাবে হত্যা করে পরিত্যক্ত পুকুরে ফেলা হয়েছে।

বেতাগী থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া বলেন, তামিমার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনার মর্গে পাঠানো হয়েছে।

এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি