ঢাকা, বুধবার   ০৬ নভেম্বর ২০২৪

ঝিনাইদহে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৯, ৮ নভেম্বর ২০১৯ | আপডেট: ১৫:১১, ৮ নভেম্বর ২০১৯

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুমন হোসেন (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শুক্রবার ভোররাতে ভারতের নদীয়া জেলার হাসখালী থানার শিলগেইট নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সুমন হোসেন শ্যামকুড় পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাট্যালিয়নের অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান জানান, শুক্রবার ভোররাতে সুমন ভারত থেকে গরু নিয়ে ফিরছিল। সেসময় ভারতের পাখিউড়া ক্যাম্পের বিএসএফ সদস্যদের সামনে পড়ে। এসময় তাদের গুলিতে সুমন নিহত হন। লাশ বর্তমানে নদীয়া জেলার হাসখালী থানা পুলিশের হেফাজতে রয়েছে। সে একজন গরু চোরাকারবারী বলেও জানান তিনি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি