ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ফেনীতে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০১, ৮ নভেম্বর ২০১৯

ফেনীর দাগনভূঁইয়ায় এক তরুণীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মূল হোতা নুর মোহাম্মদকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর গ্রামের নিজাম মার্কেটের নিজাম কলোনীতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নুর মোহাম্মদ একই কলোনীর কেয়ারটেকার ছিল।

পুলিশ জানায়, তরুণীটি একই এলাকায় ভাড়া বাসায় থাকত। রাতে দোকান থেকে বাসায় ফেরার পথে নুর মোহাম্মদসহ তিন সহযোগী একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে বাসার অদূরের কলাবাগানে নিয়ে মুখ বেধে ওই তরুণীকে ধর্ষণ করে। পরে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে হাত পা বাধা অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে। পরে পুলিশের কাছে অভিযোগ দিলে পুলিশ তরুণীটির মেডিকেল পরিক্ষার জন্য ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করায়।

দাগনভূঁইয়া থানার ওসি আসলাম সিকদার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার মূল হোতা নুর মোহাম্মদকে শুক্রবার ভোরে একই এলাকা থেকে আটক করা হয়। ঘটনায় মামলা দিয়েছে ভুক্তভোগী পরিবার।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি