ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে তাঁত বস্ত্র ও হস্তশিল্প প্রদর্শনী উদ্ধোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি:

প্রকাশিত : ২০:২৭, ৮ নভেম্বর ২০১৯

সিরাজগঞ্জে তাঁত বস্ত্র ও হস্তশিল্প প্রদর্শনী ২০১৯ এর উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডঃ ফারুক আহাম্মদ। 

উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, তাঁত কুঞ্জ নামে পরিচিত সিরাজগঞ্জের তাঁত বস্ত্র আজ শুধু দেশেই নয় বিদেশেও সুনাম অর্জন করে চলেছে। তাই সকলকে তাঁত ও হস্ত শিল্পের প্রচার ও প্রসার ঘটানোর অগ্রনী ভুমিকা রাখার আহবান জানান তিনি। তাঁত বস্ত্রের মধ্যে দিয়ে অর্জিত অর্থ দেশ ও জাতির উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখতে পারে বলেও তিনি আশা ব্যক্ত করেন।
 
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ এর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে সিরাজগঞ্জ চেম্বার অফ কামার্সের সভাপতি আবু ইউসুফ সূর্য্য, স্থানী সরকার সিরাজগঞ্জের উপ-পরিচালক রায়হানা ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদরে সাবেক জেলা কমান্ডা গাজী শফিকুল ইসলাম শফি বক্তব্য রাখেন।

পরে প্রদর্শনীতে আগত ষ্টলের পণ্য সামগ্রী পরিদশন করেন প্রধান অতিথি সহ অন্যন্যরা। উল্লেখ্য, স্থানীয় মুক্তির সোপানে  ১ মাস ব্যাপী এই প্রদর্শনীতে মোট ৪২ টি স্টল স্থান পেয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি