ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এনায়েতপুরে ১৬ মামলার সাজাপ্রাপ্ত আসামী কাকরাইলে আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৮, ৯ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের এনায়েতপুরে ১৬ মামলার গ্রেফতারী পরোয়ানা ও সাজাপ্রাপ্ত আসামী আরিফুল ইসলাম (৪২) কে ঢাকার কাকরাইল হতে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে কাকরাইল মসজিদ এলাকা হতে তাকে আটক করা হয়। সে খুকনী মধ্যপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

এনায়েতপুর থানার ওসি তদন্ত রাকিবুল হুদা জানান, বিভিন্ন অপরাধে ১১টি মামলায় ১১ বছরের মত সাজা এবং আরো ৫টি মামলায় গ্রেফতারী পরোয়ানা প্রাপ্ত আরিফুল ইসলাম দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিল। পুলিশ হদিস পেয়েও এর আগে দু'বার ধরতে পারেনি। 

পরে শুক্রবার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওসি তদন্ত রাকিবুল হুদা, এস আই মাহবুব হাসান, এএসআই জিয়াউল হকের নেতৃত্বে কেদল পুলিশ ঢাকার কাকরাইল মসজিদ এলাকার অবস্থান নেয়। পরে রাতে আসামাত্রই আসামী আরিফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে। পরে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় তাকে। 

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি