ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

  কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪৫, ৯ নভেম্বর ২০১৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার লালমনিরহাট ১৫ বিজিবি’র আওতাধীন বাগভান্ডার বিওপিতে বিজিবি ও বিএসএফ পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বৈঠকে বিজিবি রংপুর রিজিওন কমান্ডার ও আইজি বিএসএফ গৌহাটি ফ্রন্টিয়ার কমান্ডার পর্যায়ে সাড়ে ৩ ঘন্টা ব্যাপি আলোচনা অনুষ্ঠিত হয়।
 
বৈঠকে বিজিবি’র পক্ষে ১০ সদস্যের দলে নেতৃত্ব দেন রংপুর উত্তর-পশ্চিম রিজিওন সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল বেনজীর আহমদ (এএফডব্লিউসি, পিএসসি) এবং ভারতীয় বিএসএফ গৌহাটি ফ্রন্টিয়ার’র ১৭ সদস্য দলের নেতৃত্ব দেন আইজি শ্রী পিযুশ মরদিয়া (আইপিএস)।

এসময় সৌহার্দপূর্ণ সম্পর্ক উন্নয়নে বিজিবি-বিএসএফ সদস্যদের সমন্বয়নে যৌথভাবে মোটর সাইকেল র‌্যালি, পথসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার সিদ্ধান্ত হয়। পাশাপাশি বৈঠকে পারস্পারিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।
 
লালমনিরহাট ১৫ বিজিবি সন্ধ্যা ৭টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি অবগত করেন।

কেআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি