ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৬, ১০ নভেম্বর ২০১৯

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভার পড়েছে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। টানা ১১ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু করেছে বিআইডাব্লিউটিএ।

বুলবুলের প্রভাবে এই নৌরুটে গতকাল শনিবার বিকাল ৩টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে একই দিন রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হলেও আজ রোববার সকাল ৯টার দিকে তা চালু করে ঘাট কর্তৃপক্ষ।

এতে কিছুটা কমেছে যাত্রী দুর্ভোগ। তবে এখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পাশাপাশি বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল রয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ সকাল ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে।

তিনি আরও জানান, এই নৌরুটে বর্তমান রোরো (বড়) ৯টি, ইউটিলিটি (ছোট) ৬টি ও কে-টাইপ (মাঝারি) ২টি ফেরিসহ মোট ১৭টি ফেরি চলাচল করছে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি