ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:২৭, ১০ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় সজীব মিয়া (২২) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। আজ (১০ নভেম্বর) রোববার সকালে সদর উপজেলার ভাদুঘর ফাঁটা পুকুরপাড় এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব সদর উপজেলার কাছাইট গ্রামের মুর্তুজ আলীর ছেলে। 

পুলিশ জানায়, সকালে সদর উপজেলার মাছিহাতা এলাকা থেকে যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলি যাচ্ছিলেন সজীব মিয়া। পথিমধ্যে ফাঁটা পুকুরপাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার অটোরিকশাটিকে (বি-বাড়িয়া-থ ১১২৪২৪) চাপা দিলে ঘটনাস্থলেই  মারা যান সজীব।এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। তবে তাদের নাম জানা যায়নি। 

নিহত সজীবের মামি আফিয়া বেগম জানান, সজীব কাতারে থাকতো। গত দুই মাস আগে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সে দেশে ফিরে আসে। নতুন করে ভিসা নিয়ে কাতারে যাওয়ার চেষ্টা করছিল সজীব। 

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

এআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি