ঢাকা, সোমবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৫

ভোলায় ট্রলার ডুবিতে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৩, ১০ নভেম্বর ২০১৯

ভোলার মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুর পয়েন্ট থেকে লাশটি উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা। এছাড়া ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও নিখোঁজ রয়েছে ৪ জন।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, দুপুরের দিকে ২০ জেলে নিয়ে তোফায়েল মাঝির একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এদের মধ্যে তাৎক্ষণিক ১৫ জেলেকে উদ্ধার করা হলেও ৫ জন নিখোঁজ ছিল। এরই মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
বাকিদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড। 

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি