ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোলে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৩, ১১ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ এক যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে। রোববার রাতে বালুন্ডা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হাফিজুর রহমানকে (৩৮) মাদকদ্রব্য মামলায় যাবজ্জীবন দণ্ডাদেশ দিয়েছেন আদালত। হাফিজুর রহমান পোর্ট থানার বালুন্ডা গ্রামের হযরত আলীর ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ‘হাফিজুর বাড়ি অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে আটটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।’
এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি