ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

পাবনায় যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  

পাবনা প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৩৪, ১১ নভেম্বর ২০১৯

পাবনায় জেলা যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালিসহ নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে বাংলাদেশ যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করা হয়েছে। ঘোড়ার গাড়ীর সঙ্গে ব্যান্ড বাজিয়ে নেচে গেয়ে যুবকরা শহরকে মুখরিত করে তোলে। 

সোমবার (১১ নভেম্বর) সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে র‌্যালি নিয়ে আসলে গোটা শহর মিছিলের নগরীতে রুপ নেয়। 

দুপুর সাড়ে ১২টায় পাবনা জেলা যুবলীগের উদ্যোগে বের হয় বর্ণাঢ্য র‌্যালি। সকলের হাতে ফেসটুন ব্যানার , রঙ্গিন সাজে ঘোড়া গাড়ীর র‌্যালি আনন্দ মুখোর করে তোলে। 

পাবনা জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনির নেতৃত্বে র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের সাবেক প্রশাসক এম সাইদুল হক চুন্নু, জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, শেখ রনি, ফাহিমুল কবির খান শান্তসহ অনেকে। পথসভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ।

এআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি