ঢাকা, বুধবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৫

ঘূর্ণিঝড়ে নিখোঁজ ৯ জেলের মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১২, ১১ নভেম্বর ২০১৯

ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ভোলায় ট্রলার ডু‌বির ঘটনায় নি‌খোঁজ ৯ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাহাদুরপুরে মাছকাটা নদী থেকে এই মরদেহ উদ্ধার করে পুলিশ।

বরিশালের পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম বলেন, ‘রোববার ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ভোলার ইলিশা নদীতে একটি ট্রলার ডুবে যায়। ঝড়ে ট্রলারটি ভেসে মেহেন্দিগঞ্জের মাছকাটা ও মেঘনা নদীর মোহনায় চলে আসে। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ট্রলারসহ নয় জেলের লাশ উদ্ধার করে।’

জানা যায়, রোববার দুপুরে চাঁদপুর থে‌কে ভোলা যাওয়ার পথে ঘূর্ণিঝড়ে পড়ে ২৪ জে‌লেসহ একটি ট্রলার ডুবে যায়। ওই সময় একজন নিহত হয়। ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। বাকি নয়জনের মরদেহ আজ উদ্ধার করা হয়।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি