ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রূপগঞ্জে লিফট ছিঁড়ে পোশাক শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৪, ১২ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় লিফট ছিঁড়ে আব্দুল হক (২৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার রাতে উপজেলার ডহরগাঁও এলাকার ফকির ফ্যাশন নামের পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হক সুনামগঞ্জ জেলার সদর উপজেলার বানিপুর এলাকার আব্দুল গফুরের ছেলে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল আলম জানান, ডহরগাঁও এলাকার ফকির ফ্যাশন নামের পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করে আসছিল আব্দুল হক। প্রায় সময়ই তাকে দিয়ে লিফট যোগে মালামাল উঠানামা করানো হয়ে থাকে। রাত ৮টার দিকে চার তলা থেকে লিফট যোগে কাপড় জাতীয় মালামাল নামানোর সময় লিফটটি ছিঁড়ে যায়। এসময় লিফটে থাকা শ্রমিক আব্দুল হক গুরুতর আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই আব্দুল হক মারা যায়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি