ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩১, ১২ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় প্রদান করেন। 

মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ব্যক্তি হলেন- উল্লাপাড়া উপজেলার আগ মোহনপুর গ্রামের আজিবর রহমানের ছেলে জাফর আলী (৩৭)।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০০৪ সালে বেলকুচি উপজেলার রান্ধুনী বাড়ী গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে হাসি খাতুনের (২৫) সাথে আসামি জাফর আলীর পারিবারিকভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকেই জাফর আলী যৌতুকের জন্য হাসি খাতুনকে নানাভাবে নির্যাতন করতে থাকে। এর ধারাবাহিকতায় ২০০৭ সালের ৭ সেপ্টেম্বর রাতে জাফর আলী হাসি খাতুনকে নিজ বাড়িতে গলা টিপে হত্যা করে। এ ঘটনায় হাসি খাতুনের বড় ভাই জাকারিয়া হোসেন বাদী হয়ে ঘটনার পরদিন জাফর আলীসহ ৫ জনকে আসামি করে বেলকুচি থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আজ (মঙ্গলবার) আদালত  জাফরকে  মৃত্যুদণ্ড প্রদান করেন। একইসঙ্গে বিশ হাজার টাকা জরিমানা করেন। 

সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের সরকারী আইনজীবী আব্দুল হামিদ লাভলু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি