ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সাতক্ষীরা নিউ মার্কেট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৮, ১২ নভেম্বর ২০১৯

সাতক্ষীরা শহরের নিউ মার্কেট এলাকায় তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনছার আলী সরদার (৫০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে। 

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে শহরের সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের নিউ মার্কেট সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আনছার আলী সরদার সদর উপজেলার খড়িবিলা গ্রামের রজব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের ইটাগাছা এলাকা থেকে বাইসাইকেল যোগে আনছার আলী খুলনা রোড মোড় এলাকার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শহরের নিউ মার্কেট সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে গেলে তেলবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকটির চাকায় পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘাতক ট্রাকসহ এর চালককে আটকের চেষ্টা চলছে।

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি