ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামে দেড়কোটি টাকার মাদক ধ্বংস করেছে  বিজিবি

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০২, ১২ নভেম্বর ২০১৯

কুড়িগ্রামে ২২-বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক মালিকবিহীন প্রায় দেড়কোটি টাকারও অধিক মূল্যমানের বিভিন্ন প্রকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধব্বংস করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ২২-বিজিবি ব্যাটালিয়নের ক্যাম্পাসের সামনে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন বিজিবি রংপুর বিভাগের আঞ্চলিক কমান্ডার অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বেনজীর আহমেদ এএফডব্লিউ.পিএসসি। 

এসময় ২২-বিজিবি কুড়িগ্রামের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিজিবি রংপুর সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক কর্ণেল আবু জাহিদ সিদ্দিকী-পিএসসি,জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আহসান হাবীব নীলু প্রমুখ।

উল্লেখ্য, ২০১৫ সালের ১ জানুয়ারী হতে ২০১৯ সালের ৩১ জুলাই পর্যন্ত উদ্ধারকৃত বিভিন্ন মাদকদ্রব্যের মধ্যে ফেন্সিডিল ৪২ লাখ ৪৫ হাজার ২শ টাকা মূল্যের ১০হাজার ৬১৩টি বোতলসহ প্রায় ১ কোটি ৮৬ লাখ ৬০ হাজার ১৩০ টাকা মূল্যের আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

কেআই/এসি
 


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি