ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা সদরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৪১, ১৩ নভেম্বর ২০১৯

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সদর উপজেলার দশমাইল নামক স্থানে বাসের ধাক্কায় আলম শোভন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা সোয়া ১০টায় দুর্ঘটনার পর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শোভন সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোটআড়িয়া গ্রামের খবির আলীর ছেলে। 

সদর উপজেলার ছোটআড়িয়া থেকে নানীর সাথে আলমসাধু যোগে নবীননগর গ্রামে যাবার পথে বাসের ধাক্কায় শিশু শোভন ছিটকে পড়ে। এসময় গুরুতর আহত হলে শোভনকে সদর হাসপাতালে নেওয়া হয়। এসময় সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: এহসানুল হক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান জানান, খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। 

কেআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি