ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

সাভারে ডেঙ্গুতে আক্রান্ত গৃহবধূর মৃত্যু

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৬, ১৪ নভেম্বর ২০১৯

ঢাকার উপকন্ঠ সাভারে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফিরোজা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরিবারের সদস্যরা জানায়, আশুলিয়ার নয়ারহাট এলাকার নিজ বাড়িতে ডেঙ্গুতে আক্রান্ত হলে গত ১২ নভেম্বর চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। 

সেখানে দুই দিন ধরে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সকালে মারা যান ফিরোজা বেগম। পরে পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে যান।

এআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি