ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২১, ১৪ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাইলচ নামক স্থান থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মিরপুর হাইওয়ে ফাঁড়ির পুলিশ।

জানা যায়, দেবীদ্বার পৌর এলাকার সাইলচর (কোরের পাড়) কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পার্শ্বে অচেনা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা দেবীদ্বার থানা পুলিশকে সংবাদ দেয়।

পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুসলিম পরিবারে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে হাসপাতালের পাঠায়। 

এ বিষয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান জানান, প্রাথমিক সুরতহালে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত মৃত ওই যুবক মানসিক ভারসাম্যহীন। তার মাথায় ও হাটুতে আঘাতের চিহ্ন রয়েছে, ভোরের কোনো এক সময় গাড়ির সঙ্গে ধাক্কা লেগে হয়তো ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি