ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ২০:০৫, ১৪ নভেম্বর ২০১৯

“আসুন, পরিবারকে ডায়াবেটিস মুক্ত রাখি” এই প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৯টায় হলি কেয়ার হাসপাতাল ও ডায়াবেটিক সেন্টারের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি উপজেলা ফটক হয়ে কায়কোবাদ চত্তর ঘুরে বাগমারা কোর্ট বিল্ডিং প্রদক্ষিণ করে। পরে হাসপাতালে ফিরে ডায়াবেটিস সচেতনতায় আলোচনা সভা করা হয়। 

আলোচনা সভায় ডায়াবেটিস রোগীদের উদ্দেশে সচেতনতা থাকার বিষয়ে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন চিকিৎসকগণ। শেষে  বিনামূল্যে দুই শতাধিক রোগীকে ডায়াবেটিক পরীক্ষাসহ চিকিৎসা প্রদান করেন বারডেম কর্তৃক সনদপ্রাপ্ত  চিকিৎসক ডা. মো. আনিসুর রহমান।

এতে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম, বারডেম কর্তৃক ডা. মো. আনিসুর রহমান, ডা. নিঘাত সুলতানা, ডা. মনিরুল ইসলাম, ডা. রাজকুমার মন্ডল প্রমুখ।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি