ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

কাপাসিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে বাবা মেয়েসহ নিহত ৩ 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ২১:১৭, ১৪ নভেম্বর ২০১৯

গাজীপুরের কাপাসিয়ায় সিএনজি অটোরিক্সা ও জলসিড়ি পরিবহণের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই বাবা মেয়েসহ তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। 

নিহতরা হল- আড়ালিয়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে সোহেল, তার মেঝো মেয়ে রুমা  ও কাপাসিয়া কৃষি অফিসের উপ সহকারী কৃষি কর্মকর্তা মাজহারুল ইসলাম। আহতরা হল- সোহেলের স্ত্রী নাজমা  ও বড় মেয়ে সুমা।

দুর্ঘটনায় একই পরিবারের মা ও বড় মেয়ে গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঘটনাস্থল থেকে একই পরিবারের ৭ মাস বয়সী রীমাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

জানা যায়, বিকেলে টোক ইউনিয়নের আড়ালিয়া গ্রামের সোহেল তার তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে টোক বাজার থেকে সিএনজি অটোরিক্সা দিয়ে কাপাসিয়া সদরের দিকে যাচ্ছিলেন। সিএনজিটি উজুলী দীঘিরপাড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা জলসিড়ি পরিবহনের দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

আরকে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি