ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গোপালগঞ্জে ট্রলিচাপায় খাদ্য কর্মকর্তা নিহত, চালক আটক

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৬, ১৫ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

গোপালগঞ্জে ট্রলিচাপায় মুন্নু মোল্লা (৬৫) নামে নামে এক খাদ্য কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি টুঙ্গিপাড়া উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।

শুক্রবার সকালে গোপালগঞ্জ জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুন্নু মোল্লা শহরতলীর লতিফপুর ইউনিয়নের চরমানিকদাহ পূর্বপাড়া গ্রামের চাঁন মোল্লার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, সকালে হাঁটতে বের হন মুন্নু মোল্লা। এ সময় শহরের লঞ্চঘাট এলাকায় একটি ইটের ট্রলি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ ঘটনার পর ট্রলিসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি