সুনামগঞ্জে মামলা স্থানান্তরে করণীয় শীর্ষক সভা
প্রকাশিত : ১৭:১৩, ১৬ নভেম্বর ২০১৯
প্রশাসন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে সুনামগঞ্জে দেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের (২য় পর্যায়) কার্যক্রমকে অধিকতর গতিশীলতা আনায়ন ও মামলা স্থানান্তরে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) দুপুর ১টায় জেলা জজ আদালত সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতির বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের জেলা জজ মো. জাকির হোসেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু তারেক প্রমুখ।
মতবিনিময় সভা পরিচালনা করেন জেলা গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) সমন্বয়ক সৈয়দ নজরুল ইসলাম।
সভায় গ্রাম আদালতের প্রচারণা আরো বেশি করে বাড়ানো ও সাধারণ মানুষ যাতে সঠিক বিচার পায় সেদিকে চেয়ারম্যানদের নজর রাখার জন্য আহ্বান জানান বক্তারা।
এআই/আরকে
আরও পড়ুন