ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

গাজীপুরে তীর ৩য় জাতীয় যুব আরচ্যারী চ্যাম্পিয়নশীপ  শুরু

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:১২, ১৬ নভেম্বর ২০১৯

বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় গাজীপুরের টঙ্গীর আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে ‘তীর ৩য় জাতীয় যুব আরচ্যারী চ্যাম্পিয়নশীপস শুরু হয়েছে।

শনিবার বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি লে. জেনারেল মো. মইনুল ইসলাম (অব:) এই চ্যাম্পিয়নশিপ উদ্বোধন করেন। 

চ্যাম্পিয়নশীপে জেলা, সার্ভিসেস, বিকেএসপি ও ক্লাবসহ ১০টি দলে রিকার্ভ পুরুষ ৫৩ জন ও রিকার্ভ মহিলা ২৫ জন এবং কম্পাউন্ড পুরুষ ১৫ জন ও কম্পাউন্ড মহিলা ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছে। 

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি