ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শ্রীমঙ্গলে রোগীকে আর্থিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৩, ১৬ নভেম্বর ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে শ্রীমঙ্গল প্রবাসী ইউকে হোয়াটসআপ গ্রুপের সহায়তায় ৩ জন রোগীকে নগদ ৬০ হাজার টাকা ও অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল এর সিনিয়র  এ এসপি আশরাফুজ্জামান, জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন ও মাওলানা শাহ্ ফখরুল মোস্তফা ও সাংবাদিক সৈয়দ সালাউদ্দিন আহমদ।

অনুষ্ঠানে দুরারোগ্য রোগে আক্রান্ত তিনজন রোগীকে ২৫ হাজার, ২০ হাজার ও ১৫ হাজার করে ৬০ হাজার টাকা এবং অর্ধশত শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি