ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সম্পাদক রাজীব

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৮, ১৬ নভেম্বর ২০১৯

ঢাকা জেলার সাভার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে কাউন্সিলরদের  ভোটে ঢাকা জেলা পরিষদের সাবেক প্রশাসক হাসিনা দৌলা তৃতীয়বারের মতো উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে  উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় সাভার সরকারি কলেজ মাঠে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এই ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ এমপি, সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের প্রশাসক মাহাবুবুর রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তারা বলেন, আগের যেকোন সময়ের তুলনায় বর্তমানে সাভার উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। এ ঐক্যের ফল ভোগ করছে গোটা এলাকার সাধারণ মানুষ।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব বলেন, সাভারের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ। একইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা সকলে একসঙ্গে কাজ করে যাব।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি