ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে হাডুডুতে বড়গাঁও চামেশ্বরী চৌধুরী হাট দল চ্যাম্পিয়ন 

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৩৫, ১৬ নভেম্বর ২০১৯ | আপডেট: ২০:৩৬, ১৬ নভেম্বর ২০১৯

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কদম রসুল হাটের মাঠে শনিবার শেষ বেলায় বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে হাজারও শিশু-নারী ও পুরুষ দর্শক উপভোগ করেন।  

শনিবার স্থানীয় আনসার এন্ড পাবলিক ক্লারের আয়োজনে এ খেলায় মোট আটটি দল অংশ নেয় এবং চুড়ান্ত পর্বে বড়গাঁও চামেশ্বরী চৌধুরী হাট দল ৬৫-৪৬ পয়েন্টে সালন্দর শাহাপাড়া দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। 

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা. সাদেক কুরাইশী। 

অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.অরুনাংশু দত্ত টিটো, বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন,দপ্তর সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, রুহিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মামুন-উর রশিদ প্রমুখ।

কেআই/আরকে  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি