ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধি  

প্রকাশিত : ১৯:১৪, ১৭ নভেম্বর ২০১৯

বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ঠাকুরগাওঁয়ে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রোববার শহরের কলেজপাড়ায় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মৃতি পাঠাগার ও ইএসডিও'র যৌথ আয়োজনে চিত্রাংকন ও রচনা লিখন প্রতিযোগিতা, আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং পুরস্কার বিতরণ কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হয়েছে।
 
স্থানীয় ইকো পাঠশালা ও কলেজের অধ্যক্ষ সেলিমা আকতারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সমাজসেবক মোদাচ্ছের হোসেনসহ আরও অনেকে।
 
বক্তারা বলেন, মাওলানা ভাসানী আমৃত্যু অধিকারবঞ্চিত অবহেলিত মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় ও স্বার্থরক্ষায় নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম করে গেছেন। বক্তারা তাঁর জীবনাদর্শে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী করে গড়ে তুলতে সকলকে নির্লোভভাবে কাজ করার আহ্বান জানান। 

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বিদেহী আত্মার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কেআই/এসি

 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি