ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৩, ১৭ নভেম্বর ২০১৯

ঠাকুরগাঁও শহরের বিসিক শিল্প নগরীর দুড়ামাড়ি এলাকার বুলুর ছাত্র ম্যাস থেকে রোববার সকাল ১০টায় মুজাহিদ ইসলাম (২০) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সে দিনাজপুর কোতোয়ালি থানার মোহাব্বাদপুর হাজীপাড়া গ্রামের জহির উদ্দীনের পুত্র। মুজাহিদ ইসলাম ঠাকুরগাঁও সরকারী কারিগরি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ ছাত্র মুজাহিদের সাথে আরও ৪ জন সহপাঠী একরুমে ভাড়া থাকতেন। মুজাহিদের লাশ উদ্ধারের সময় তার সহপাঠীদের দেখা যায়নি এবং কি কারণে সে আত্মহত্যা করেছে তার সঠিক কারণ কেউ জানাতে পারেনি। তবে মোবাইলে প্রেম এবং প্রেমিকার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে অনেকে ধারণা পোষণ করেছেন।

সদর থানার ওসি আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুজাহিদের লাশ উদ্ধার করেছে। মুজাহিদের মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি