ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

শেরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৮, ১৮ নভেম্বর ২০১৯ | আপডেট: ১২:৪৮, ১৮ নভেম্বর ২০১৯

শেরপুরের শ্রীবরদী উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের সীমান্তের ১০৯১ পিলারের কাছে পানবাড়ি এলাকায় বিএসএফের গুলিতে উকিল মিয়া (১৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

সোমবার ভোরে ভারতীয় সীমান্ত কুমারগাতি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিএসএফের গুলিতে সুমন মিয়া নামে আরেক যুবক আহত হয়েছেন। 

নিহত উকিল মিয়া উপজেলার মেঘাদল গ্রামের বঙ্গসুরুজের ছেলে। আর আহত সুমন মিয়া বাবেলাকোনা গ্রামের বদর আলীর ছেলে। 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গরুকে ঘাস খাওয়ানোর জন্য একদল যুবক ভারতীয় সীমান্তের কুমারগাতি এলাকায় অনুপ্রবেশ করে। এসময় বিএসএফ গুলি চালালে উকিল ও সুমন আহত হয়ে বাংলাদেশ সীমান্তের পানবাড়ি এলাকায় এসে লুটিয়ে পড়ে। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ে এলে উকিল মারা যান। খবর পেয়ে কর্ণঝোড়া ক্যাম্পের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওই ক্যাম্পের সুবেদার খন্দকার আব্দুল হাই বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। 

আহত সুমনকে শ্রীবরদী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিজিবি- বিএসএফ’র পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে বলেও জানান তিনি 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি