ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল জেলার শ্রেষ্ঠ করদাতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৭, ১৯ নভেম্বর ২০১৯

পিরোজপুর ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম জেলার শ্রেষ্ঠ করদাতা (২০১৮-২০১৯) নির্বাচিত হয়েছেন।

এ নিয়ে তিনি পিরোজপুর জেলায় টানা ৯ বার শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হলেন। 

মিরাজুল ইসলাম পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার ৩ নম্বর তেলিখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত শাহাদাৎ হোসেন হাওলাদারের মেজ ছেলে। 

এছাড়া তিনি পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজের আপন ভাই। তিনি একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে এলাকায় পরিচিত।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি