ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় পিষ্ঠ মোটরসাইকেল চালক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০১, ১৯ নভেম্বর ২০১৯

টাক চাপায় পিষ্ঠ মোটরসাইকেল

টাক চাপায় পিষ্ঠ মোটরসাইকেল

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় হাসানুজ্জামান মন্ডল (৪৫) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় আলমডাঙ্গার রোয়াকুলি গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত হাসানুজ্জামান পেশায় ব্যবসায়ী এবং নওদা বন্ডবিল গ্রামের মৃত আব্দুর রহিম মন্ডলের ছেলে। 
 
স্থানীয়রা জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাসানুজ্জামান আলমডাঙ্গার মুন্সিগন্জ থেকে বাড়ি ফেরার পথে রোয়াকুলি নামক স্থানে একটি ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ট্রাকটি আটক করেছে। তিনি স্থানীয় একটি ইটভাটার মালিক ছিলেন। 

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক সৈয়দ আশিকুর রহমান চৌধুরী জানান, নিহত হাসানুজ্জামানের লাশ উদ্ধার করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে গাড়ির চালক পলাতক রয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি