ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোলে তিনটি ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ০০:০৫, ২০ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোলে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে তিন ক্লিনিককে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। 

অভিযানে বেনাপোল বন্দর এলাকার রজনী ক্লিনিককে ৫০ হাজার টাকা, স্টার মেডিকেলকে ২০ হাজার টাকা ও সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

খোরশেদ আলম চৌধুরী জানান, বেনাপোল পোর্ট থানা এলাকায় অনুমতি না নিয়ে লাইসেন্সবিহীন অস্বাস্থ্যকর পরিবেশে একাধিক ক্লিনিক ব্যবসা পরিচালনা করছে। এমন অভিযোগের ভিত্তিতে তিনটি ক্লিনিকে অভিযান চালিয়ে দেখা যায় তাদের ব্যবসা পরিচালনার কোন অনুমতিপত্র নেই। 

এছাড়া সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ায় চিকিৎসা ও মেয়াদ উত্তীর্ণ রক্ত সংরক্ষণ করা আছে। পরে শাস্তি হিসেবে তিনটি ক্লিনিককে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

কেআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি