ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

দিনাজপুরে দুই যুবলীগ নেতা নিহত

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪০, ২০ নভেম্বর ২০১৯

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলা যুবলীগ নেতা আশিকুর রহমান (৩০) এবং দেবেশ চন্দ্র রায় (২৮)।

মঙ্গলবার দিনগত রাতে উপজেলার আমতলী সড়কের পলাশডাঙ্গী ঘোড়ামারা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেল যোগে আশিকুর ও দেবেশ যাওয়ার পথে অপরদিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি