সলঙ্গায় লেগুনা চাপায় প্রাণ গেল ৩ বছরের শিশুর, চালক আটক
প্রকাশিত : ১৩:৫৭, ২০ নভেম্বর ২০১৯
সিরাজগঞ্জের সলঙ্গায় লেগুনা চাপায় মারিয়া খাতুন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে চড়িয়া উজির সাওপাড়া গ্রামের আমিনুল ইসলাম বাবুর মেয়ে।
বুধবার সকালে সলঙ্গা-হাটিকুমরুল আঞ্চলিক সড়কে চড়িয়া উজির সাওপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুঘটনা ঘটে। এ ঘটনায় উল্লাপাড়া উপজেলার পাগলা বোয়ালিয়া গ্রামের আব্দুস ছামাদের ছেলে লেগুনা চালক আলহাজকে (২১) আটক করা হয়েছে।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, সকাল সাড়ে ৮ টার দিকে শিশু মারিয়া রাস্তা পার হচ্ছিল। এ সময় লেগুনা চাপা দিলে শিশু মারিয়া মারা যায়। স্থানীয় লোকজন চালককে আটক করে থানায় খবর দিলে থানা পুলিশ চালককে আটক করে।
একে//
আরও পড়ুন