ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বাগেরহাটে কারাগার থেকে মুঠোফোন উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৫, ২০ নভেম্বর ২০১৯

বাগেরহাট জেলা কারাগারের অভ্যন্তরে কয়েদিদের কাছ থেকে দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মুঠোফোন দুটোকে কারা মহাপরিদর্শক বরাবর পাঠিয়েছেন বাগেরহাট কারা কর্তৃপক্ষ। তবে কারা অভ্যন্তরে কিভাবে এই মুঠোফোন আসল তার কোন সদুত্তর দিতে পারেনি জেল সুপার মোঃ গোলাম দস্তগীর।

বুধবার দুপুরে জেলা সুপার মোঃ গোলাম দস্তগীর সাংবাদিকদের জানান, গত সোমবার কারা অভ্যন্তরে দায়িত্বে থাকার সর্ব প্রধান কারারক্ষী হায়াত হোসেন কারা অভ্যন্তরে আকস্মিক তল্যাসী চালায়। এসময় যাবজ্জীন সাজাপ্রাপ্ত কয়েদী নিখিল চন্দ্র (৫০) এবং সোহাগ ওরফে ধলু(৪৫)-র কাছে থেকে এই মুঠোফোন পাওয়া যায়। আমরা মুঠোফোন দুটোকে নিয়ম অনুযায়ী কারা মহা-পরিদর্শক বরাবর পাঠিয়েছি। স্যামফনি ও ওয়ালটন ফোন দুটোতে কোন সিম ছিল না। কিভাবে এই মুঠোফোন দুটে কারাগারের মধ্যে আসল তা জানার চেষ্টা চলছে।

এছাড়া সিম ছাড়া মুঠোফোন কেন কারা অভ্যন্তরে রাখবেন কয়েদিরা এমন প্রশ্নের জবাবে কোন উত্তর দেননি জেল সুপার। তবে দেশের বিভিন্ন কারাগার থেকে মুঠোফোন উদ্ধার হয়েছে। এটা সংবাদ করার মত কোন বিষয় নয়।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক সম্প্রতি কারামুক্ত একাধিক হাজতির সাথে কথা বলে জানা যায়, বেশ কিছুদিন ধরে তারা মুঠোফোন ব্যবহার করে আসছিলেন। তাদের কাছ থেকে নানা সুযোগ সুবিধার বিনিময়ে সর্ব প্রধান কারারক্ষী হায়াত হোসেন বিষয়টি জেনেও না জানার ভান করেছেন। তবে কারাবন্দীদের মধ্যে যখন বিষয়টি নিয়ে বেশ জানাজানি হয় তখন কর্তৃপক্ষ মুঠোফোন দুটি নিয়ে যায়। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি