ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে যৌতুক, বাল্যবিবাহ, মাদক প্রতিরোধে শপথবাক্য পাঠ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৮, ২০ নভেম্বর ২০১৯

যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক প্রতিরোধে বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা  ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে।  

এ উপলক্ষে স্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান (পিপিএম)। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো। এ সময়  সংস্থার তালিকাভুক্ত সুবিধাভোগী অসংখ্য শিশু শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকলকে যৌতুক, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক প্রতিরোধে সোচ্চার থাকার আহবানে শপথ পাঠ করান বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম। পরে বিভিন্ন পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে অতিথিগন পুরস্কার বিতরণ করেন। 

কেআই/এসি

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি