ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নাসিরনগরে ভ্রাম্যমান আদালতে ৬ জুয়াড়ির জরিমানা

ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২৪, ২০ নভেম্বর ২০১৯

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে জুয়ার আসর থেকে আটকের পর ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে ৬ জুয়াড়ির ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। 

বুধবার (২০ নভেম্বর)  বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানা পুলিশ ফান্দাউকের একটি পরিত্যক্ত ব্রিকস ফিল্ডের পশ্চিম পাশে তীরপাল টাঙিয়ে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে ওয়াজআলী (৬০), মাসুম (৩৮), ফাইজুল (৩৬),অলিউর রহমান (৪১), মিয়াজান (৪৬), আবদুল হাই (৪৫) কে জুয়ার সরঞ্জামাদিসহ আটক করে।

পরে সন্ধ্যায় জুয়াড়িদের উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট তাহমিনা  আক্তারের আদালতে হাজির করলে ৬ জুয়াড়িকে ৫০০ টাকা করে জরিমানা আদায় করেন ও মুচলেকা নিয়ে মুক্তি দেন।

নাসিরনগর থানার ওসি (তদন্ত) কবির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আটককৃতদের জুয়ার আসর থেকে সরঞ্জামাদিসহ গ্রেফতার করা হয়। 

কেআই/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি