গোপালগঞ্জে কাভার্ডভ্যান চাপায় নিহত ২
প্রকাশিত : ১২:৩৫, ২১ নভেম্বর ২০১৯
গোপালগঞ্জে কাভার্ডভ্যান চাপায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের মোতালেব সরদারের ছেলে মুঞ্জুর সরদার (৫০) ও নড়াইল জেলার লোহাগড়া উপজেলার শংকরপাশা গ্রামের আয়েনদ্দিন সিকদারের ছেলে রিক্সা ভ্যান চালক মান্নান সিকদার (৪৫)। এ ঘটনায় নিহত মুঞ্জুর সরদারের ছেলে হৃদয় সরদার (২২) গুরুতর আহত হয়েছেন।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, ঢাকাগামী প্রাণ গ্রুপের একটি কাভার্ডভ্যান বিপরীতমুখি একটি রিক্সা ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানযাত্রী মুঞ্জুর সরদার ও ভ্যান চালক মান্নান সিকদার ঘটনাস্থলে নিহত হন এবং হৃদয় সরদার গুরুতর আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। পরে পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করে কিন্তু ড্রাইভার পালিয়ে যায়।
একে//
আরও পড়ুন