ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

খুলনায় ব্যবসায়ী খুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৮, ২১ নভেম্বর ২০১৯

খুলনার পাইকগাছা উপজেলায় ছালাম গাজী (৫৫) নামে এক ঘের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। নিহত ছালাম গাজী ওই এলাকার মৃত মোহর আলীর ছেলে।

বুধবার রাতে উপজেলার পূর্ব গজালিয়া গ্রামের একটি রাস্তায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

পাইকগাছা থানার ওসি মো. এমদাদুল হক শেখ জানান, উপজেলার পূর্ব গজালিয়া গ্রামের একটি রাস্তায় দুর্বৃত্তরা ছালাম গাজীকে কুপিয়ে হত্যা করে। তবে কে বা কারা রাতে তাকে খুন করে মরদেহ গজালিয়া গ্রামের একটি রাস্তার ওপর ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি