ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

মোংলা বন্দরে পণ্য পরিবহন শুরু, চলছে বাস ধর্মঘট

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১২, ২১ নভেম্বর ২০১৯

মোংলা-খুলনা, মোংলা-রুপসা ও মোংলা-বাগেরহাটসহ আশপাশের সব রুটে বাস-মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার চতুর্থদিনের মতো বাস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে রয়েছেন বন্দর ব্যবসায়ী ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীসহ সাধারণ যাত্রী।

এদিকে, ট্রাক ধর্মঘট প্রত্যাহার হওয়াতে বৃহস্পতিবার সকাল থেকে মোংলা বন্দর জেটি হতে আমদানি পণ্য দেশের বিভিন্নস্থানে যেতে শুরু করেছে। এছাড়া বন্দরেও প্রবেশ করছে নানা জায়গা থেকে আসা রফতানি পণ্যও। এছাড়া সকাল থেকেই মোংলা ইপিজেডসহ শিল্প এলাকার ২০টি এলপিজি ও ৫টি সিমেন্টর ফ্যাক্টরির পণ্য পরিবহণও স্বাভাবিক হয়েছে।

বুধবার সকাল থেকে শুরু হওয়া ট্রাক পরিবহন ধর্মঘট গভীর রাতে প্রত্যাহার হলেও চলমান রয়েছে সোমবার থেকে শুরু হওয়া বাস-মিনিবাস চলাচল।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি