ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

ভৈরবে নাসিরাবাদ এক্সপ্রেস লাইনচ্যুত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ২১ নভেম্বর ২০১৯

কিশোরগঞ্জের ভৈরবে ময়মনসিংহ-চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। ফলে ভৈরব-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। 

ট্রেনটি ভৈরবের জগনাথপুর এলাকায় পৌঁছলে দুই বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়।

খবর পেয়ে ভৈরব রেলওয়ের প্রকৌশলীরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত ট্রেনের চাকা উদ্ধারে কাজ শুরু করেছেন।

প্রকৌশলী জিসান দত্ত জানান, ট্রেনের চাকা উদ্ধার করতে রিলিফ ট্রেনের প্রয়োজন হবে না। আশাকরি স্থানীয়ভাবেই এক থেকে দেড় ঘণ্টার মধ্য লাইনচ্যুত চাকা উদ্ধার করা সম্ভব হবে। এরপরই ট্রেন চলাচল শুরু হবে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি