ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় ১৮০০ পিস ইয়াবাসহ ২ নারী আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৭, ২১ নভেম্বর ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ায় ১৮০০ পিস ইয়াবাসহ ২ নারীকে আটক করেছে মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে উপকূল ট্রেন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীলতলা গ্রামের মফিজুল ইসলাম স্ত্রী সুরাইয়া বেগম (৫৫)। ওই এলাকার জহির মিয়ার স্ত্রী নুরুন্নাহার বেগম (২৮)। 

মাদকদ্রব্য অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার অফিসের সহকারি পরিচালক মোঃ হুমায়ূন কবির খন্দকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এস আই আলমগীর এর নেতৃত্বে আজ বৃহস্পতিবার সকালে উপকূল এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে তাদেরকে তাল্লাশি করে ১৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে  মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি