ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সশস্ত্র বাহিনী দিবসে মোংলায় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ উম্মুক্ত

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৮, ২১ নভেম্বর ২০১৯

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে মোংলায় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস তুরাগ সর্বসাধারণের জন্য উম্মুক্ত রাখা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত দিগরাজ নৌঘাটিতে পরিদর্শনের জন্য উম্মুক্ত রাখা জাহাজটি দেখার জন্য বিভিন্ন বয়সের বিপুল সংখ্যক মানুষের ঢল নামে। 

এ সময় জাহাজের নাবিকেরা যুদ্ধ জাহাজের বিভিন্ন সরঞ্জামাদী বিষয়ে দর্শনার্থীদের ধারণা দেন। বিএনএস তুরাগ জাহাজের অধিনায়ক কমান্ডার এম মাহাবুবুর রহমান বলেন, সশস্ত্র বাহিনী দিবস হলো নৌ বাহিনী, বিমান বাহিনী ও সেনা বাহিনীর জন্মদিন। বিশেষ এই দিনে দেশের সাধারণ মানুষ যাতে আমাদের সাথে মিশতে পারে, আমাদের সম্পর্কে জানতে পারে সেজন্য মোংলাসহ দেশের বিভিন্নস্থানে আমাদের যুদ্ধ জাহাজ উম্মুক্ত রাখা হয়েছে। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি