ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রামে রাজাকার পুত্রের প্রার্থীতার বিরুদ্ধে মানববন্ধন 

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২১, ২১ নভেম্বর ২০১৯

কুড়িগ্রাম জেলার সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে অনুষ্ঠিতব্য আওয়ামীলীগের কাউন্সিলে রাজাকার পুত্রের প্রার্থীতার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পাঁচগাছী ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা জনতার ব্যানারে বৃহস্পতিবার সকাল ১১ টার সময় শুলকুর বাজার এলাকায় এই মনববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ২২ নভেম্বর পাঁচগাছী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রী-বার্ষীক কাউন্সিলে এলাকার স্বীকৃত রাজাকর ও পিচ কমিটির দালাল মৃত মনছার আলী চৌধুরীর ছেলে মো: এরশাদ আলী চৌধুরী যেন কোন পদে প্রার্থী হতে না পারে সেই লক্ষ্যে এলকার মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ উপজেলা ও জেলা আওয়ামীলীগের নজরে আনতে মানববন্ধন কর্মসূর্চী পালন করে। 

এসময় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মো: আবুল হোসেন, মোহাম্মদ আলী, আবুল হোসেন মাষ্টার এবং স্থানীয় মো: আমিনুল ইসলাম সহ প্রবীণ রাজনীতিবিদ গণ। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি