ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় আজও চলছে পরিবহন ধর্মঘট

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২০, ২২ নভেম্বর ২০১৯

নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে চুয়াডাঙ্গায় চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। বৃহস্পতিবার রাতে ও আজ শুক্রবার সকালে কয়েকটি দূরপাল্লার বাস ছেড়ে গেলেও বন্ধ রয়েছে আন্তঃজেলা রুটে সব ধরণের যাত্রীবাহী বাস চলাচল।

জেলার বাস টার্মিনালের টিকিট কাউন্টারগুলো আজও ফাঁকা দেখা গেছে। চলছে না ট্রাক ও পণ্যবাহী পরিবহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। গন্তব্যস্থলে যেতে হচ্ছে ইজিবাইক ও শ্যালোচালিত যানবাহনে। এই সুযোগে এসব যানবাহনে ভাড়া দ্বিগুণ নিচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।

এদিকে, নতুন সড়ক আইনকে অযৌক্তিক বলে দাবি করছেন গাড়ির চালকরা। দ্রুত আইন সংশোধনের দাবি তাদের। আজ রাজধানীতে আবারও বৈঠকে বসার পর সিদ্ধান্ত হবে বলে জানান পরিবহন নেতারা।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি